27 August 2023 , 1:54:05 প্রিন্ট সংস্করণ
একদফা দাবিতে আবারও রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ার ফলে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
তাদের দাবি- নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে, তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
শিক্ষার্থীদের অবরোধের ফলে নীলক্ষেতের আশেপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।