ধর্ম

কুমারখালীতে পবিত্র কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীর আল কোরআন একাডেমীর ১২ জন শিক্ষার্থীকে মহাগ্রন্থ পবিত্র কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) কুমারখালী এলঙ্গী কোরাপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় এলঙ্গী কোরাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব, আল কোরআন একাডেমীর পরিচালক ও প্রধান শিক্ষক মুফতি আলী হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হোসেন মোহাম্মদ পলাশ, মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জুনায়েদ হুসাইন, সিরাজ উদ্দিন মাহমুদ, আমজাদ হোসেন, বাবুল হোসেন বাবু প্রমূখ। এ সময় বক্তারা বলেন কুরআনের শিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে জাহালাতের অন্ধকার দূর হয়ে যাবে এবং আলোময় সমাজ গঠিত হবে। তারা শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। হাফেজ মাওলানা জুনায়েদ হুসাইনের সবক প্রদান ও মুফতি আলী হোসেনের দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও খবর

Sponsered content