এক্সক্লুসিভ

পাবনার আতিথেয়তা দেখে মুগ্ধ সবাই

পাবনার লোকজন দেখিয়ে দিলেন তারা কতটা বড় মনের মানুষ । সকালে ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাবনার সাঁথিয়া রাজাপুর স্টেশন পার হওয়ার পরে হঠাৎ করেই বিকল হয়ে যায়। বিকল্প ইঞ্জিন আনতে আনতে বেলা পেরিয়ে দুপুর হয়ে যায়।
এর মাঝে ট্রেনের যারা আমরা ষ্টাফ ছিলাম তারা সহ অনেক যাত্রীই ছিলেন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। রেললাইন থেকে কিছু দূরের পরিবারের মানুষগুলো ঐ সময়ে আজকে ঢালারচর ট্রেনের সকলের জন্য যা করলেন তা এক কথায় অবিস্মরণীয়! যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। কারো হাতে ছিলো ভাত-ডাল, কারো হাতে খিচুরি, কারো হাতে রুটি-সবজি, কারো হাতে পানি। কেউবা তখন আবার কিছু রান্না করে নিয়ে আসার জন্য উদগ্রীব। বৃদ্ধ এবং শিশুদের প্রতি তাদের নজর ছিল বেশি। অথচ তাদের পরিবারের আর্থিক অবস্হা দেখে মনে হয়েছে দিন এনে দিন খাওয়ার মত।
এতদিন শুধু শুনে এসেছি পাবনার মানুষ বিরাট মনের মানুষ হয়, পাবনার মানুষের আতিথেয়তা দেখে মুগ্ধ সবাই।

আরও খবর

Sponsered content