এক্সক্লুসিভ

মুরাদ জোয়ার্দার এর ‘তিন টাকায় একটা কবিতা’ গ্রন্থ্যের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন

মাহমুদ শরীফ : কুষ্টিয়ার কুমারখালী শহরের কবি হিসেবে প্রচার বিমূখ সমাজ দরদী মোঃ ফজলুল করিম জোয়ার্দার ওরফে মুরাদ জোয়ার্দার এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তিন টাকায় একটা কবিতা’ গ্রন্থ্যের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করা হয়েছে।
সাহিত্য সংস্কৃতি সংগঠন ‘সমকথা সাহিত্য সংসদ‘র আয়োজনে বিকাল ৪টায় কুমারখালী পাবলিক লাইব্রেরিতে এ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
কবি সুলতানা বেগম দুলারির সভাপতিত্বে নাট্যকার ও কবি লিটন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমকথা সহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও জিটিভি’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী সাইফুল।
‘তিন টাকায় একটা কবিতা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে আলোচনা করেন অধ্যাপক স্বপন কুমার রায়, লেখক ও গবেষক সোহেল আমিন বাবু, লেখক ও গবেষক এস এম আফজাল হোসেন, কুমারখালী ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক কায়সার রেজা পাশা, কবি ও লেখক মেহেদী হাসান, কবি সিদ্দিক প্রামানিক, কবি ও সাংবাদিক মাহমুদ শরীফ, সাংবাদিক কে এম আর শাহীন, হাফেজ শরীফ আহমাদ, কবি মিজানুর রহমান মিজান, রহমান আজিজ, ফজলুর রহমান প্রমূখ।
প্রাণবন্ত এই অনুষ্ঠানে প্রয়াত কবি আব্দুস সাদিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিরবতা পালনসহ তাঁর স্মরণে কবিতা পাঠ করা হয়।

আরও খবর

Sponsered content