এক্সক্লুসিভ

ইয়থ ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে কুমারখালীতে বিশিষ্ট ব্যক্তি ও এতিম ছাত্রীদের সাথে প্রীতিভোজ

মাহমুদ শরীফ :
মানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে বিশিষ্ট ব্যক্তি ও এতিম ছাত্রীদের সাথে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে খুললনা বিভাগের শ্রেষ্ঠ বেসরকারী শিশুসদন কুমারখালী উপজেলার পাথরবাড়িয়া হাজী কিয়ামত আলী বিশ্বাস ও গেদিরন নেছা বালিকা এতিমখানায় এই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফের পরিচালনায় অনুষ্ঠানে কুমারখালী ও খোকসা উপজেলার শতাধিক বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ব্যাংকার, রাজনীতিক, সাহিত্যিক, ধর্মীয় নেতা, গবেষক, সমাজসেবক, শিল্পী, সংগঠক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content