ধর্ম

কুমারখালীতে জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জেলার মিরপুরে জামায়াত কর্মী শহীদ খোকন মোল্লা হত্যার জন্য কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
বিকেলে শহরের গনমোড়ে উপজেলা জামায়াত এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
গমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সোহরাব উদ্দিন। উপজেলা আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ
অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন। উপজেলা জামায়াতের সেক্রেটারী মমিুন অর রশীদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালী পৌর জামায়াতের আমীর এ্যাডভোকেট
রবিউল ইসলাম, জামায়াত নেতা আবুল আহসান শমসের, মাওলানা আব্দুল হাকিম প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে শহীদ খোকন মোল্লা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।