ধর্ম

পাংশার বাগদুলী আল মদীনা ফাউন্ডেশনের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল ও কম্বল বিতরণ

 সাকী মাহবুব পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় বাগদুলী বাজারে আল মদীনা ফাউন্ডেশনের উদ্যোগে ১ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২ডিসেম্বর ঐতিহ্যবাহী বাগদুলী বাজারে গো হাট চত্বরে তাফসিরুল কুরআন মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানটি ডা:মো:আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে ও আল মদীনা ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা জসিম উদ্দিন খানের উপস্থাপনায় প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন ২বার ন্যাশনাল এ্যাওয়ার্ড প্রাপ্ত ইমাম, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম

প্রধান বক্তা হিসেবে জ্ঞানগর্ব আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও তাহযিফুল উম্মাহ ট্রাস্ট্রের চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ সাহেব। মাহফিলে কুরআন তিলাওয়াত করেন হাফেজ ক্বারি শাহাদাৎ হোসাইন, জিকির পরিচালনা করেন বাগদুলী বাজার বায়তুন নুর জামে মসজিদের খতীব হযরত মাওলানা মতিউর রহমান

মাহফিল পরিচালনা করেন আল মদীনা ফাউন্ডেশনের সহ সভাপতি মো:আব্দুল জলিল খান,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো:এনামুল হক কামরান মিজ্ঞা সাধারণ সম্পাদক আল মদীনা ফাউন্ডেশন।

মাহফিলে প্রধান বক্তা হযরত মাওলানা শেখ সাঈদুল ইসলাম সাঈদ সাহেব বিশ্বনবী (সা:)এর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্ঞানগর্ব আলোচনা পেশ করেন।মাহফিলের প্রধান মেহমান আলহাজ্ব হযরত মাওলানা আওযাবুল্লাহ ইব্রাহীম 

কবিরা গুনাহ, মাদকাসক্ত, সুদ এবং ঘুষের কুফল নিয়ে আলোচনা করেন।মাহফিল শেষে প্রধান মেহমানের হাত দিয়ে হতদরিদ্র এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।