22 March 2025 , 4:27:51 প্রিন্ট সংস্করণ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে সেচ্ছাসেবী সংগঠন ‘ড্রিম এলাইভ সেন্টার’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লোটাস চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় অত্র হাসপাতালে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমারখালী প্রেসক্লাবের সভাপতি এবং যুগান্তর ও মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সহকারী রেজিস্ট্রার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অত্র হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ রায় সবাইকে স্বাগত জানান।