চাকরির খোঁজ

ইএফটিতে সব শিক্ষকের বেতন উদ্বোধন ১ জানুয়ারি

বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন হবে আগামী ১ জানুয়ারি। এ উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এনসিটিবির ওয়েবসাইটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনের প্রস্তুতি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

একই অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রমও উদ্বোধন করা হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা ও উপজেলার শিক্ষকদের ইএফটিতে সফলভাবে বেতন দেয়া শুরু হয়েছে। আসছে জানুয়ারি থেকে এমপিওভুক্ত সব শিক্ষকের বেতন ইএফটিতে দেয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ১ জানুয়ারির অনুষ্ঠানে ইএফটি বিষয়ক ইএমআইএস সেল ও আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সুবিধাভোগী শিক্ষকরা প্রতিক্রিয়া জানাবেন।

গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য জানিয়েছে।

সূত্র আরো জানিয়েছে, ১ জানুয়ারি সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এসসিটিবি চেয়ারম্যান প্রপেসর ড. এ কে এম রিয়াজুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম রেজাউল করীম।

আরও খবর

Sponsered content