অপরাধ বার্তা

কুমারখালীতে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

ছয় বন্ধু একসাথে চা খেয়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া এক ছাত্রের মৃত্যু। গতকাল রোববার (১৫ই ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়বাংলা বাজার সংলগ্ন সড়কের উপর মলিবাহী ট্রাকের নীচে মোটরসাইকেল পড়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ছাত্র কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মজিদ আলীর ছেলে আকাশ আহমেদ। তিনি ঝাউদিয়া কলেজের মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় আব্দুল্লাহ নামের আরও এক ছাত্র আহত হয়েছেন। তিনি লক্ষীপুর খাতের আলী ডিগ্রী কলেজের মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্র।

আহত আব্দুল্লাহ ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের সেকেন্দার মন্ডলের ছেলে। আহত আব্দুল্লাহকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ টি মোটরসাইকেল নিয়ে সজিব, আলিফ, আকাশ ও আব্দুল্লাহ সহ মোট ৬ বন্ধু চা খাওয়ার উদ্দেশ্য গতকাল বিকেল ৪ টায় ঝাউদিয়া বাজার থেকে রওনা হয়। কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর তালতলাতে চা খেয়ে বাড়ি ফেরার পথে কুমারখালী উপজেলার জয় বাংলা বাজারে চলন্ত মালবাহী ট্রাক অতিক্রম করার সময় আকাশ ও আব্দুল্লাহর ট্রাকের পিছনের চাকার নীচে চালে যায়। ঘটনাস্থলেই মারা যায় আকাশ আহমেদ এবং আহত হন আব্দুল্লাহ।

বন্ধু ও স্থানীয়দের সহায়তায় আহত আব্দুল্লাহকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যা আড়াইশো শয্যার হাসপাতালে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রোগী মারা যান। এই বিষয়ে এস আই চিরঞ্জিত বলেন, মোটরসাইকেলে থাকা এক আরোহী ট্রাক চাপায় মৃত্যু হয়েছে। এই সময় আরো এক জন আহত হয়ে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ট্রাক ও চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content