লাইফ স্টাইল

দাকোপে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত ডুবেছে আমনক্ষেত

খুলনার দাকোপে জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ডুবেছে আমনের ক্ষেত। শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাঁধ ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানায়, জোয়ারের প্রভাবে গতকাল দুপুরে ঢাকী নদীর বাঁধ ভেঙে যায়।

এতে পানখালী ইউনিয়নের খোনা গ্রামের একাংশে পানি ঢুকে পড়েছে। ডুবেছে কয়েকশ’ বিঘা জমির আমন ক্ষেত। এ অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে কোনরকমে মাটি দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করছেন।

এর আগেও কয়েক দফা একই জায়গায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকে। তিনটি বিচ্ছিন্ন দ্বীপ বা পোল্ডার নিয়ে দাকোপ উপজেলা। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৩১ নম্বর পোল্ডারের আওতায় পড়েছে পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়ন এবং চালনা পৌরসভা এলাকা।

গত সপ্তাহখানেক আগে থেকে পানখালী ইউনিয়নের খোনা মোল্লা বাড়ীর সামনে ঢাকী নদী ও ভদ্রা নদীর মিলনস্থানের কাছাকাছি তীরের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। বেঁড়িবাধের আশি শতাংশ নদীতে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আরও খবর

Sponsered content