জাতীয়

১ হাজার টাকা নোট বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত কী আপনার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ১ হাজার টাকার নোট বাতিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামীতেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা নেই। মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এ ব্যাপারে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক না। ১ হাজার টাকার নোট থাকায় দেশের অর্থনীতিতে কোনো সমস্যা হচ্ছে না। বেশ কয়েকদিন ধরে ১ হাজার টাকার নোট বাতিল নিয়ে ব্যাংকিংখাতে নানা ধরনের কথা হচ্ছে।

অনেকেই বলছেন, দেশের অভ্যন্তরে থাকা কালো টাকা উদ্ধারে ১ হাজার টাকার নোট বাতিল হতে পারে। এ ব্যাপারে সালেহউদ্দিন বলেন, এটাকে গুজব বা অন্যকিছু, কিছুই বলা যাবে না। নোট বাতিলের এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের। তারা কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত ১ হাজার টাকার নোট বাতিলের গুঞ্জন শুরু হয়। এমনকি একপর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ১ হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে তা গুজব।