জাতীয়

শিক্ষার্থী হত্যা আওয়ামী লীগ সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন বাতিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও সহিংসতায় ক্ষয়ক্ষতি নিরূপণে তৎকালীন সরকারের গঠিত তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন বাতিল করা হয়েছে। মঙ্গলবার ওই তদন্ত কমিশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১ আগস্ট গঠন করা এ কমিশনের প্রধান ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

 

সদস্য হিসেবে ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। কমিশনকে গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত নিহতদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করাসহ সে সময়ে সংঘটিত সহিংসতা, ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদেরও চিহ্নিত করতে বলা হয়েছিল।

কমিশনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতি নিরূপণের দায়িত্বও দেওয়া হয়।উল্লেখ্য, গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারত চলে গেলে সেদিনই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। পরদিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এবং ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

আরও খবর

Sponsered content