6 July 2024 , 3:35:55 প্রিন্ট সংস্করণ
স্কটল্যান্ডের ইনভারনেস শহরের একটি বাড়ির শোবার ঘরে তিনটি মৌচাক পাওয়া গেছে। একেকটি মৌচাক ৬ থেকে ৮ ফুট লম্বা।
প্রতিটি চাকে প্রায় ৬০ হাজার মৌমাছি রয়েছে।সম্প্রতি বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক বছর ধরেই ঘরের ছাদের প্লাস্টারবোর্ডে এসব মৌমাছি বাসা বানিয়েছে।
বাড়ির মালিকের নাতি জানান, অনেক দিন ধরেই রাতের বেলায় ঘরের ভেতর তারা গুনগুন শব্দ শুনতে পাচ্ছিলেন।
ইতোমধ্যেই মৌমাছি চাষ করে এমন প্রতিষ্ঠান লচ নেস হানি কোম্পানিকে এসব মৌমাছির চাক অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন বাড়ির মালিক।