লাইফ স্টাইল

তীব্র গরমেও ঘর ঠাণ্ডা রাখার উপায় জেনে রাখুন

তীব্র গরমেও ঘর ঠাণ্ডা রাখার উপায় জেনে রাখুন

দেশের ৮ জেলার ওপর দিয়ে বসে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। সকালের পর দুপুর গড়াতেই অনুভূত হচ্ছে তাপপ্রবাহ। তখন বাড়িতে থাকাই দায় হয়ে ওঠে। তখন ভরসা ফ্যান আর এসি। কিন্তু এই যন্ত্রগুলো যেকোনও সময় খারাপ হতে পারে। এর মধ্যে আছে লোডশেডিং। তাই সব সময়ে যন্ত্রের ওপর ভরসা না করে ঘর ঠাণ্ডা রাখার চেষ্টা করুন অন্য ভাবে।

১) ঘরের জানলায় অনেক সময়েই হালকা রঙের পাতলা পর্দা ব্যবহার করে থাকি। কিন্তু গরমকালে এগুলি বেমানান। ঘরে রোদ আটকানোর জন্য ভারী পর্দা অত্যন্ত প্রয়োজনীয়। কিংবা জানলায় শৌখিন মাদুরের পর্দাও রাখতে পারেন। এতে ঘর ঠাণ্ডা থাকবে। দুপুর থেকেই বাড়ির জানলা বন্ধ করে দেবেন। না হলে রোদ ঢুকে ঘর বেশি উত্তপ্ত হয়ে উঠবে।

২) বিকেলের পর থেকে বাইরের তাপমাত্রা কমতে থাকে। তখনও সব জানলা-দরজা যদি বন্ধ করে রাখেন, তা হলে আপনার ঘর আরও বেশি গরম হয়ে উঠবে। তাই সন্ধ্যার পর জানলা, দরজা খুলে রাখুন। ঘরে হাওয়া-বাতাস খেলতে দিন। একটু পরে এমনিতেই ঘর ঠাণ্ডা হয়ে আসবে।

৩) সিলিং ফ্যান ঘুরলে হাওয়া পাওয়ার বদলে মনে হচ্ছে যেন আরও বেশি ঘর গরম হয়ে উঠছে? হতে পারে ফ্যান অপরিষ্কার হয়ে রয়েছে। ঝুল পরিষ্কার করে দেখুন, কোনও পার্থক্য হচ্ছে কি না। অনেক সময়ে ফ্যান অপরিষ্কার থাকলে হাওয়া পাওয়া যায় না। তেমন হলে দেখে ফ্যানে ধুলো-ময়লা জমে আছে কি না, তা এক বার যাচাই করে নিন।

আরও খবর

Sponsered content