বিনোদন

শুধু প্রেমে না কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে বললেন অপূর্ব

শুধু রোমান্টিক নাটকেই অভিনয় করেন অপূর্ব। বেশ ক’বছর ধরে এমনটিই বলা হচ্ছিল এই অভিনেতাকে নিয়ে। অনেকেই তাকে রোমান্টিক হিরো হিসেবেও খেতাব দিয়েছেন। এই অভিনেতা এখন নিজেকে ভেঙেচুরে নতুন নতুন চরিত্রে সামনে হাজির হচ্ছেন।

তার অভিনীত তেমনই একটি কাজ ‘ইউএনও স্যার’।ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদধারী কর্মকর্তা কী করতে পারেন? এমন প্রশ্ন সামনে নিয়েই নির্মিত ওয়েব ফিল্মটি।

‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ এমন স্লোগাকে উপজিব্য করেই ‘ইউএনও স্যার’ আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

নির্মাতা বলেন, ‘ আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।

অপূর্ব ছাড়াও ফিল্মে আরো অভিনয় করেছেন সুহাসিনী অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া সহ আরো অনেকে। ‘ভিশন’ নিবেদিত ফিল্মটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: