21 January 2024 , 6:09:13 প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ নামে একটি সিনেমা দিয়ে আজ থেকে শুরু হলো ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত এ সিনেমাটি দিয়ে উৎসবের পর্দা উঠার পরপরই দেখানো হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ও শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘ফেরেশতে’ উপভোগ করতে পারবেন দর্শকরা। বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা নিয়ে এবারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে আয়োজন সংস্থা রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এদিন বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসাবে উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন। সব প্রদর্শনী দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।