জাতীয়

কেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রচার নয় বললেন ইসি

কেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রচার নয় বললেন ইসি

দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ কোনো প্রকার প্রচার চালাতে পারবেন। এমনকি ভোট দিতে উৎসাহিত বা নিরুৎসাহিতও করতে পারবেন না। সম্প্রতি ইসি উপসচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়।

পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রের নির্ধারিত ৪০০ গজ চৌহদ্দীর মধ্যে- নির্বাচনি প্রচারণার উদ্দেশ্যে পোস্টার, হ্যান্ডবিল বা উক্তরূপ কোনো প্রকার প্রচারপত্র থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্বেই সরিয়ে ফেলতে হবে।

কেউ ভোটের জন্য ক্যানভাস না করতে পারেন বা কাউকে ভোটদানের জন্য উৎসাহিত বা নিরুৎসাহিত করতে না পারেন সেই দিকে কড়া নজর রাখতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। আর ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন।

আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।