খেলাধুলা

বার্সার মুখের খাবার কেড়ে নিচ্ছে ম্যানসিটি

বার্সার মুখের খাবার কেড়ে নিচ্ছে ম্যানসিটি

লিওনেল মেসিকে আদর্শ মেনে বড় হওয়া ক্লদিও এচেভেরিও স্বপ্ন দেখেছিলেন বার্সেলোনায় খেলবেন। নতুন দিনের মেসি হিসেবে ভালোই খ্যাতি জুটেছে তার নামের পাশে। খেলার ধরণ আর উচ্চতার পাশাপাশি মাঠেও নিজেকে মেসির মতো করেই প্রমাণ করেছেন ‘এল দিয়াবলিতো’ বা ক্ষুদে শয়তান নামে পরিচিত এই অ্যাটাকিং মিডফিল্ডার।

এচেভেরি বার্সেলোনায় খেলতে চান, বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজও এচেভেরিতে মুগ্ধ। সবমিলিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানো ছিল সময়ের ব্যাপার। কিন্তু অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই তরুণকে সহজেই বার্সার হাতে তুলে দিতে নারাজ বাকি ক্লাবগুলো। আর এই তালিকায় সবার আগে আছে ম্যানচেস্টার সিটি।

বার্সেলোনার দূর্বল আর্থিক অবস্থার সুযোগ নিয়ে ম্যানচেস্টার সিটি এগিয়ে এসেছে নতুন মেসি এচেভেরিকে দলে পাওয়ার দৌড়ে। শুধু তাইই নয়, চুক্তির ক্ষেত্রে বার্সার তুলনায় ঢের এগিয়েছে ইংলিশ জায়ান্টরা। বিশেষ করে এচেভেরির বর্তমান ক্লাব রিভারপ্লেটের সঙ্গে সুসম্পর্কটা কাজে লাগাতে চাইছে সিটিজেন্সরা।

এর আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা তারকা হুলিয়ান আলভারেজকে দলে টেনেছিল সিটি। আলভারেজকে কেনার সময়েই রিভারপ্লেটের সঙ্গে সুসম্পর্ক হয় সিটিজেন্সদের। সেবার পুরো টাকা শোধ করে এই স্ট্রাইকারকে ৬ মাস রিভারপ্লেটেই খেলার সুযোগ দিয়েছিল পেপ গার্দিওলার দল।

গণমাধ্যমের খবর, একই পদ্ধতি এচেভেরির জন্যও অনুসরণ করতে চায় ইংলিশ ক্লাবটি। রিলিজ ক্লজের ২৫ মিলিয়নের বাইরে আরও ৫ মিলিয়ন ইউরো রিভারপ্লেটকে দেবে ম্যানসিটি। এচেভেরিও বেশ কিছুদিন থাকবেন আর্জেন্টাইন ক্লাবেই। এরপরেই সময় বুঝে ইংল্যান্ডে উড়িয়ে আনা হবে এল দিয়াবোলিতোকে।

স্বাভাবিকভাবেই সিটির এমন লোভনীয় প্রস্তাব ফেরাবার সাধ্য নেই এচেভেরি কিংবা রিভারপ্লেটের সামনে। সবশেষ পাওয়া খবর বলছে, দুই পক্ষই চুক্তির ব্যাপারে ব্যক্তিগত পর্যায়ে সম্মতিও দিয়েছেন। তাই সব ঠিক থাকলে জানুয়ারির দলবদলেই ক্লদিও এচেভেরিকে নিয়ে নতুন ঘোষণা দিতে পারে ম্যানসিটি।