2 September 2023 , 5:08:57 প্রিন্ট সংস্করণ
চলমান বৃষ্টিপাতের প্রবণতায় শনিবারও (০২ সেপ্টেম্বর ) দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির এই ধারা আগামীকালও চলতে পারে। এর পর থেকে বৃষ্টিপাত কমতে থাকবে। দেশে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছিল গত জুলাই মাসে। চলতি আগস্টে সেই অবস্থা কেটেছে। মাসের শুরু থেকেই চলেছে বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিই হয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, এখন যে বৃষ্টিপাত চলছে, তার কারণ মৌসুমি বায়ুর সক্রিয়তা। এবার এ মৌসুমি বায়ু এসেছে খানিকটা দেরিতে।
সাধারণত মে মাসের ৩১ তারিখের মধ্যেই এটি প্রবেশ করে টেকনাফ উপকূল দিয়ে। এবার অন্তত সাত দিন পর মৌসুমি বায়ু প্রবেশ করেছে বাংলাদেশে। এরপর তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে। মে মাসেই আসে ঘূর্ণিঝড় মোখা।
এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। পরে বৃষ্টির ধারা কমে আসে। জুন ও জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে দেশে কম বৃষ্টি হয়। জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। কিন্তু এবার এ মাসে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে আগস্টে ফিরে আসে বৃষ্টির ধারা।