খেলাধুলা

দুর্বল অ্যান্টওয়ার্পের কাছেও হারল বার্সেলোনা

দুর্বল অ্যান্টওয়ার্পের কাছেও হারল বার্সেলোনা

অ্যান্টওয়ার্পের বিপক্ষে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছিল বার্সেলোনা। তাই স্বাগতিকদের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে কাতালান ক্লাবটি। এ অবস্থায় ঘরের মাঠে শক্তিশালী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে অ্যান্টওয়ার্প।

অ্যান্টওয়ার্পের বিপক্ষে শুরুর একাদশে আট পরিবর্তন নিয়ে মাঠে নামে বার্সেলোনা। প্রায় দ্বিতীয় সারির দল নামানো বার্সা গোল হজম করে ম্যাচের দ্বিতীয় মিনিটেই। অ্যান্টওয়ার্পকে এগিয়ে নেন আর্থুর ভেরমিরেন।প্রথমার্ধের শেষদিকে ফেরান তোরেসের গোলে সমতা নিয়ে বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে ম্যাচ।

তবে ৫৬ মিনিটে ইয়ানসেন গোল করলে আবারও পিছিয়ে পড়ে বার্সেলোনা।দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রথম মিনিটেই ফ্রি কিক থেকে হেডে মার্ক গিউ সমতা ফেরান বার্সেলোনাকে। তবে পরের মিনিটে বার্সেলোনাকে থমকে দেয় লিনিখেনা। একেবারে অন্তিম মুহূর্তে তার গোলে ৩-২ গোলের জয়ের আনন্দে মাতে অ্যান্টওয়ার্পের সমর্থকেরা।

অ্যান্টওয়ার্পের বিপক্ষে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছিল বার্সেলোনা। তাই স্বাগতিকদের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে কাতালান ক্লাবটি।এ অবস্থায় ঘরের মাঠে শক্তিশালী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে অ্যান্টওয়ার্প।

অ্যান্টওয়ার্পের বিপক্ষে শুরুর একাদশে আট পরিবর্তন নিয়ে মাঠে নামে বার্সেলোনা। প্রায় দ্বিতীয় সারির দল নামানো বার্সা গোল হজম করে ম্যাচের দ্বিতীয় মিনিটেই। অ্যান্টওয়ার্পকে এগিয়ে নেন আর্থুর ভেরমিরেন।প্রথমার্ধের শেষদিকে ফেরান তোরেসের গোলে সমতা নিয়ে বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধে আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে ম্যাচ।

তবে ৫৬ মিনিটে ইয়ানসেন গোল করলে আবারও পিছিয়ে পড়ে বার্সেলোনা।দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রথম মিনিটেই ফ্রি কিক থেকে হেডে মার্ক গিউ সমতা ফেরান বার্সেলোনাকে। তবে পরের মিনিটে বার্সেলোনাকে থমকে দেয় লিনিখেনা। একেবারে অন্তিম মুহূর্তে তার গোলে ৩-২ গোলের জয়ের আনন্দে মাতে অ্যান্টওয়ার্পের সমর্থকেরা।