রাজনীতি

এবার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেন রওশন এরশাদ

এবার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেন রওশন এরশাদ

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেন রওশন এরশাদ যোগ্য অনেক প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এছাড়া তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করারও অভিযোগ তুলেছেন।

বুধবার রাতে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগতম জানিয়েছি। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম।

বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি।এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়েছিল। কিন্তু আজ বুধবার (২৯ নভেম্বর) ফাঁকা রাখা ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী দিয়েছে দলটি। এতেই তাঁর নির্বাচনে না আসার বিষয়টি আরও পরিষ্কার হয়।বিষয়টি জানিয়ে জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমকে বলেন, ম্যাডামের জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে।

কেউ তার মনোনয়ন নিতে আসেননি। বুধবার (৩০ নভেম্বর) যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষদিন; তাই যেন আসন খালি না থাকে সে জন্য ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content