রাজনীতি

আমাদের গণতন্ত্র ওয়েস্টমিনস্টার টাইপ হবে না বললেন শাহজাহান ওমর

আমাদের গণতন্ত্র ওয়েস্টমিনস্টার টাইপ হবে না বললেন শাহজাহান ওমর

আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান ওমর বলেছেন, আমাদের গণতন্ত্র আমাদের মতো। আমাদের গণতন্ত্র ওয়েস্টমিনস্টার টাইপ হবে না…। জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, আমাদের গণতন্ত্র আমেরিকার মতো হবে না, যেখানে ইলেকটোরাল কলেজের ২৭৩টি (মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রকৃতপক্ষে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের ২৭০টি প্রয়োজন) ভোট পেলেই হবে। আমাদের গণতন্ত্র ফ্রান্সের মতো হবে না, যেখানে ৫১ শতাংশ ভোট পড়তে হবে। আমাদের গণতন্ত্র নর্থ কোরিয়ার মতোও হবে না।

যার নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া, যেখানে ডেমোক্রেসির ড’ও নাই; একদলীয় শাসন।শাহজাহান ওমর বলেন, কোনো দল চিরস্থায়ী থাকে না। রাজনীতিতে একটা আনন্দ আছে, সব সময় জেতার ভেতরে কোনো আনন্দ নাই। কখনও জিতবে, কখনও হারবে, আবার জিতবে আবার হারবে।

সংসদ সদস্য বলেন, আমাদের এখানে রাজনৈতিক দল বিশেষ করে আমার দল ১৯৫৮ সালে ক্ষমতা হারিয়েছে, ’৭৫ সালে হারিয়েছে আবার ২০০১ সালে হারিয়েছে আল্টিমেট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে। টানা চতুর্থবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার দল ক্ষমতায় এসেছে এজন্য তিনি কৃতিত্বের দাবিদার।

কোনো দেশ এবং জাতি যেমন প্রাকৃতিক সম্পদ, অর্থ সম্পদ থাকলেই উন্নতি লাভ করতে পারে না।এজন্য একটি সর্বজন স্বীকৃতি রাষ্ট্রীয় পলিসি দরকার।তিনি আরও বলেন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার বলেছিলেন, ‘রাশিয়ায় আছে তেল, গ্যাস, আয়রণ কিংবা গোল্ড সবকিছু কিন্তু রাশিয়ার অর্থনীতি মোস্ট লোয়ার দ্যান অব ক্লোজ নেইভার্স।

আমরা অতদূর যাবো না আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা, বার্মা আমাদের সাইজে ৫ গুণ। জনসংখ্যা তিনভাগের এক ভাগ, তাদের মাথাপিছু আয় ১২শ’ আমাদের মাথা পিছু আয় ২৮শ’ ডলার।