খেলাধুলা

শেষ বেলায় দ্রুত উইকেট হারাল বাংলাদেশ

অভিষিক্ত শাহাদাত হোসেনকেও ফেরালেন গ্লেন ফিলিপস। ক্রিজ ছেড়ে বেরিয়ে অন সাইডে খেলার চেষ্টা করেন শাহাদাত। কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি। শর্ট মিড-উইকেটে সহজ ক্যাচ নেন হেনরি নিকোলস। ইনিংসে ফিলিপসের তৃতীয় শিকার এটি। ৩ চারে ৫৪ বলে ২৪ রান করে ফিরেছেন শাহাদাত।

৭৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৬৪ রান। নুরুল হাসান সোহান খেলছেন ২২ রানে। নতুন ব্যাটসম্যান নাঈম হাসান।এর আগে কাইল জেমিসনের শর্ট বলে বেশ কিছুক্ষণ ধরেই ভুগছিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত খাটো লেংথেরই এক ডেলিভারিতে ড্রেসিং রুমের পথ ধরেছেন তিনি।

অফ স্ট্যাম্পের বাইরে শর্ট অব লেংথ ডেলিভারি পুল খেলার চেষ্টায় অদ্ভুত অবস্থায় পড়ে যান মিরাজ। যতটা আশা করেছিলেন ততটা বাউন্স না করায় পুলও করতে পারেননি তিনি। শট থামিয়ে দেওয়ায় তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে।২ চারে ৩০ বলে ২০ রান করেছেন মিরাজ। আট নম্বরে নেমেছেন নুরুল হাসান সোহান।

শাহাদাত হোসেন খেলছেন ১৭ রানে।এদিকে এজাজ প্যাটেলের অফ স্টাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মারলেন মুশফিকুর রহিম। কিন্তু দূরত্ব পেলেন না। ধরা পড়ে গেলেন মিড অফে দাঁড়ানো কেন উইলিয়ামসনের হাতে।

তার বিদায়ে ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারাল বাংলাদেশ।১ চারে ১২ বলে রান করেছেন মুশফিক। নুরুল হাসান সোহানের আগে সাত নম্বরে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। শাহাদাত হোসেন খেলছেন ১৫ রানে।

%d bloggers like this: