খেলাধুলা

রোহিতের বিদায়ের পর চাপে ভারত

এবারের বিশ্বকাপে এত কম রানে ভারতের ৩ উইকেট পড়েছে এর আগে দুবার (এর মধ্যে একটি গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষেই)। আহমেদাবাদকে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক করলেন সেটিই। সিম ঘুরিয়ে দেওয়া বলটি ধরে রেখেছিল লাইন। শ্রেয়াস আইয়ার খোঁচা দিয়েছেন তাতে।

পরপর ২ ওভারে ২ উইকেট হারিয়েছে ভারত।অষ্টম ওভারে প্রথমবারের মতো দেখা গেছে স্পিন, এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারে এসেছেন অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের স্কোর ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৪ রান।

পাওয়ারপ্লের শেষ ওভারে ম্যাক্সওয়েলের ওপর চড়াও হয়েছেন রোহিত, ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অনের ওপর দিয়ে মেরেছেন ছক্কা। পরের বলে রোহিত ব্যাকফুটে ছিলেন, যেন জানতেন কী আসতে চলেছে।

কাট করে মেরেছেন চার। এরপর আবার ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মেরেছিলেন, এবার যেদিকে খেলতে চেয়েছিলেন রোহিত, সেটি করতে পারেননি। ক্যাচ উঠেছিল কাভারে। অন্য যে কোনো দিন হয়ত বেঁচেই যেতেন। কিন্তু আজ নয়।

পেছন দিকে ছুটে ট্রাভিস হেড নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। যে ক্যাচ ঘুরিয়ে দিতে পারে ম্যাচ, ঘুরিয়ে দিতে পারে ফাইনাল! রোহিত থেমেছেন ৩১ বলে ৪৭ রান করে। ১০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে তুলেছে ৮২ রান।

%d bloggers like this: