সারা দেশ

শ্রমিকের বিক্ষোভে ১৭টি মামলায় আসামি ৪ হাজার গ্রেফতার ৭জন

সাভারের আশুলিয়ায় মজুরী বৃদ্ধির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের অসন্তোষে কারখানা ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আরো ৫ টি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে মোট মামলার সংখ্যা ১৭টি। সোমবার (১৩ নভেম্বর) সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কাঠগড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কোন বিশৃংখলার তথ্য পাওয়া যায়নি।আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১২ নভেম্বর) শ্রমিক অসন্তোষকে ঘিরে আরো ৫টি মামলা দায়ের করেছেন ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এ পর্যন্ত কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি।

এসকল মামলায় ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী রয়েছে প্রায় ৪ হাজার। আর এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৭ জন। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় গেল দুইদিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায় নি। স্বাভাবিক হতে শুরু করেছে শিল্প পরিবেশ, খুলতে শুরু করেছে বন্ধ কারখানা। কারখানা ও আশেপাশের সড়কে সারাদিন পুলিশের সতর্ক অবস্থান ছিল আগের মতই।

এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আশুলিয়া শিল্পাঞ্চলে আজকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। যেসব কারখানা বন্ধ ছিল তার মধ্যে কিছু কারখানায় শ্রমিকরা কাজে ফেরায় বন্ধ কারখানাগুলোও খুলতে শুরু করেছে। কোন ধরণের বিশৃংখলা আজ হয়নি। তবে আমরা সবসময়ই সতর্ক অবস্থানে রয়েছি।

আরও খবর

Sponsered content