লাইফ স্টাইল

নুডলস অমলেট তৈরির সহজ রেসিপি জেনে রাখুন

ছোট-বড় সব খিদেরই বড় সমাধান হলো নুডুলস। বিভিন্ন উপায়ে নুডলস রান্না করে খাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো নুডলস অমলেট। খুব সহজেই তৈরি করা যায় এই অমলেট। বিকেলের নাশতায় চায়ের সঙ্গে দারুণ উপভোগ্য হতে পারে এই নুডলস অমলেট। রইলো রেসিপি-

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তাতে পানি দিন পরিমাণমতো। পানি ফুটে উঠলে তাতে যে কোনো নুডলস এক প্যাকেট, এর ভেতরের মসলা ও সামান্য লবণ দিয়ে দিতে হবে। পানি এমন পরিমাণে দিতে হবে যেন নুডলস সেদ্ধ হয়ে আর পানি না থাকে।

নুডলস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে।এরপর ডিম ২টি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি ও লবণ পরিমাণমতো একসঙ্গে নিয়ে ফেটিয়ে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে অল্প তেল গরম করে ডিম দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে।

ডিমের নিচের পিঠ হয়ে গেলে এবার সেদ্ধ করা নুডলস ডিমের ওপর দিয়ে ডিমের একপাশ উল্টে নুডলস এর অর্ধেকটা ঢেকে দিন। নুডলস দেওয়ার পর খুব অল্প সময় চুলায় রেখেই অমলেট নামিয়ে প্লেটে নিয়ে নিন।

এবার অমলেট প্লেটে নিয়ে উপরে চিলি ফ্লেক্স ও ধনেপাতা কুচি ছিটিয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে নুডলস অমলেট।

%d bloggers like this: