রাজনীতি

এবার বিএনপিকে সাহস দিতে নয়াপল্টনে গণঅধিকারের মিছিল

২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পরদিন থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। গত ১২ দিনেও বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি কার্যালয়ের আশপাশে। এর মধ্যে, বিএনপি ৩ দফা অবরোধ ও ১ দিন হরতাল ডেকেছিল। তৃতীয় দফা অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) পর্যন্ত নয়াপল্টন কার্যালয় কিংবা এর আশপাশের এলাকায় হরতাল-অবরোধের সমর্থনে কোনো মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিকে।

তবে বিএনপি না পারলেও, নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুর।গাজীপুরে গতকাল পুলিশের গুলিতে এক নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গণঅধিকার পরিষদ এই বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি বিজয় নগর পানির ট্যাংক, পুরানা পল্টন, নয়াপল্টন কাকরাইল মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।নুর বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী যে আন্দোলন চলছে তার প্রধান শক্তি বিএনপি। আমরা যারা যুগপৎ আন্দোলন করছি তাদের প্রধান মিত্রও বিএনপি। আজ গণঅধিকার পরিষদ বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল করার মধ্যে দিয়ে বিএনপির নেতাকর্মীরা পাশে থাকার কথা জানান দিতে চেয়েছি।

পাশাপাশি বিএনপির নেরাকর্মীরাও যেন সাহস পান সেই চেষ্টা করেছি।তিনি আরও বলেন, আমরা গতকাল পল্টনকেন্দ্রিক যে মিত্ররা আছে তাদের কাছে প্রস্তাব করেছিলাম বিএনপির কার্যালয়ের সামনে যাওয়ার কিন্ত অনেকেই আগ্রহ দেখাননি। তাই গণঅধিকার পরিষদ একাই আজ বিক্ষোভ মিছিল করেছে। আমরা মনে করি, শক্তি দিয়ে বিএনপির মতো জনপ্রিয় দলের কার্যালয় বেশি দিন বন্ধ রাখা যাবে না।

এদিকে, ২৮ তারিখের পর থেকে বিএনপির নেতাকর্মীদের রাজপথে দেখা যাচ্ছে না। ২৯ তারিখ পুলিশ গ্রেপ্তার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এরপর একে একে গ্রেপ্তার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।

তাছাড়া কারাগারের বাইরে যেসব নেতারা আছেন তারা কেউ পালিয়ে বেড়াচ্ছেন আবার কেউ-বা আত্মগোপনে। ৩ দফা অবরোধ ডাকলেও বিএনপির বড় কোনো নেতাকে রাজপথে দেখা যায়নি।তবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন। মাঝেমধ্যে রিজভীকে দেখা গেছে বিভিন্ন এলাকায় অল্প কিছু নেতাকর্মীকে নিয়ে মিছিল করতে।