খেলাধুলা

শুরুতেই বাংলাদেশের ২ উইকেট নেই

তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় রান তখন মাত্র ৬। আফ্রিদির ২ ওভারে ফিরে গেছেন তানজিদ ও নাজমুল।

তৃতীয় ওভারে আউট হন নাজমুল হোসেন। শরীর থেকে বেশ দূরে থেকে ঘুরিয়ে খেলেছিলেন তিনি। শর্ট মিডউইকেটে উসামা মির ডানদিকে ঝুঁকে নিয়েছেন ভালো ক্যাচ।

এর আগে শূন্যতেই সাজঘরে ফেরেন তানজিদ। শাহিন শাহ আফ্রিদির ভেতরের দিকে ঢোকা বল। তেমন কোনো ফুটওয়ার্ক ছিল না তানজিদের, হয়েছেন এলবিডব্লু।

রিভিউ করলেও কাজে আসেনি সেটি, উইকেটে ছিল আম্পায়ার্স কল। তানজিদ ফিরেছেন কোনো রান না করেই, বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে কোনো রান না তুলতেই।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।