16 October 2023 , 6:01:35 প্রিন্ট সংস্করণ
সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন ক্রিকেটার লিটন দাস। সোমবার সকালে এক স্ট্যাটাস দিয়ে ঘটনার বর্ণনা তুলে ধরে দুঃখ প্রকাশ করেন এ ক্রিকেটার।
স্ট্যাটাসে লেখেন-গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপে দারুণ সূচনা করলেও পরপর দুই ম্যাচ হেরেছে। বিশ্বকাপ মিশনে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে।
সেই ম্যাচে অংশ নিতে টাইগারবাহিনী এখন পুনেতে। সেখানকার হোটেলের সামনে সাংবাদিকদের দেখে হঠাৎ মেজাজ হারিয়ে বসেন লিটন দাস। সে সময় তিনি সিকিউরিটি গার্ডদের ডাক দেন।
সিকিউরিটি গার্ডরা গণমাধ্যমকর্মীদের হোটেল প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।বিশ্বকাপে লিটনের সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপে এক ম্যাচে ৭৬ রানের একটা ইনিংস খেললেও অপর দুই ম্যাচে তার সংগ্রহ ০ ও ১৩।