সারা দেশ

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন ২৬ নভেম্বর

পটুয়াখালী-১ শূন্য আসনের উপনির্বাচন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৬ নভেম্বর।

সচিব বলেন, সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক।