খেলাধুলা

বাংলাদেশের আরও এক ইতিহাস নিউজিল্যান্ডের বিপক্ষে

নিউজিল্যান্ড সফরে কদিন আগেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে প্রথমবারের মত কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এরপর আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও লাল-সবুজের দলের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি।

আর সেই হাতছানিকেই বাস্তবে রূপান্তরিত করেছে টিম টাইগার্স।নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে অধিনায়ক নাজমুল শান্ত আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর শরিফুল ইসলাম-শেখ মেহেদীদের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানের সংগ্রহ গড়ে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশও।

আর দুই দলের এই ম্যাচ শেষদিকে এসে ছড়িয়েছে টানটান উত্তেজনা আর রোমাঞ্চ। তবে একপ্রান্তে লিটন দাসের দৃঢ়তায় আর শেখ মেহেদীর নৈপুণ্যে ৮ বল হাতে রেখেই ৫ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ।নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের প্রথম জয়।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: