বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যানড্রয়েডের যেসব ভার্সন খুবই বিপজ্জনক

অ্যানড্রয়েড ফোনের নিরাপত্তায় বড় ঘাটতি রয়েছে। অ্যানড্রয়েড ফোনের 11, 12.5.12L, এবং 13 ভার্সনগুলোই বেশি বিপদে পড়তে পারে বলে জানিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার রেসপন্স টিম।

নিরাপত্তার ঘাটতি ঠিক কোথায়? সাইবার সংস্থাটি জানিয়েছে, ফ্রেমওয়ার্ক, সিস্টেম, গুগল প্লে সিস্টেম আপডেট, আর্ম কম্পোনেন্ট, মিডিয়াটেক কম্পোনেন্ট, ইউনিসক কম্পোনেন্ট, কোয়ালকম কম্পোনেন্ট এবং কোয়ালকম ক্লোজড সোর্স কম্পোনেন্টে ত্রুটি পাওয়া গেছে।

এই ফাঁকের সুযোগ নিতে পারে হ্যাকাররা। এর মাধ্যমে ফোন অ্যাকসেস করতে পারবে তারা। এই পথে খুব ব্যক্তিগত তথ্যসহ ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও হাতিয়ে নেয়া সম্ভব। বিশেষভাবে চিন্তায় ফেলছে CVE-2023-4863 এবং CVE-2023-4211 কোডের দুটি বড় ঘাটতি।

তবে এই সমস্যা এড়ানোর পথও রয়েছে। এর জন্য ফোনের সর্বশেষ ভার্সনটি আপডেট করে নিতে হবে। সেটিংসে গিয়ে আপডেট অপশনে যেতে হবে। সেখান থেকে আপডেট করে লেটেস্ট ভার্সনটি ইনস্টল করে নিতে হবে।

%d bloggers like this: