27 February 2025 , 8:29:15 প্রিন্ট সংস্করণ
বাজার পরিস্থিতিও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান রহমান কাচ্চি ভাই সহ সকল অবৈধ রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দেন।ক্যাবের প্রচার সম্পাদক মিজানুর রহমান ভিজার এক প্রশ্নের জবাবে এমন নির্দেশনা দেন তিনি। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, কুষ্টিয়া কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে উক্ত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান আরও জানান, বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদেরো সচেতন হতে হবে। আমরা দেখছি খাবারে মাছি বসছে অথবা যে ফল এখন পরিপক্ক হয়নি সেই ফল বাচ্চাদের খুশি করার জন্য কিনে নিয়ে যাচ্ছি।
পরে আবার প্রশাসনকে দোষারোপ করছি। যারা ভোক্তাদের ঠকান তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। একজন অফিসার দিয়ে জেলার সকল ভোক্তাদের সেবা দেওয়া কষ্টকর হয়ে যায়। আমাদের সদিচ্ছা আছে, কিন্তু সক্ষমতার ঘাটতি আছে বলেও স্বীকার করেন তিনি।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী।এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সভাপতি নাফিজ আহমেদ খান টিটু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টুসহ বিভিন্ন বাজারে সভাপতি ও সম্পাদক এবং ক্যাবের সদস্যবৃন্দ।