শিক্ষা

গভীর রাতে ফেসবুকে পোস্ট গলায় ফাঁস দিলেন শাবিপ্রবির ছাত্র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।আজ বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

আরিফ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত এল সেইফ নামক বাসায় থাকতেন। সেখানে ভোর ৪টার দিকে আত্মহত্যা করেন তিনি।

তবে গলায় ফাঁস দেওয়ার আগে বুধবার দিবাগত রাত ১টার (আনুমানিক) দিকে আরিফ তার ফেসবুক পোস্টে লিখেছেন,

‘বিষন্ন রজনী,

কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই।

ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ।

দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর।

এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর।

নিরর্থক।

এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিইয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।  জানতে চাইলে প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘কী কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। তবে বিভাগের শিক্ষকদের কাছে শুনেছি, তার একটু মানসিক সমস্যা ছিল।

এর আগেও একবার এমন ঘটনা ঘটাতে চেয়েছিল। তিনি আরও বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা রওনা দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: