খেলাধুলা

বাংলাদেশ জিতল যা বললেন তামিম

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। এমন জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে সাকিব আল হাসান বাহিনী। অভিনন্দন জানাচ্ছেন সাবেক ক্রিকেটাররাও।

আফগানবধের দুই নেপথ্য কারিগর সাকিব ও মিরাজের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার টিম টাইগার্সকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন বিশ্বকাপ দলের বাইরে থাকা টাইগার ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগের দিন দল ঘোষণা, আচমকা অধিনায়কত্বে পরিবর্তন, ওপেনিং জুটিতে টানা পরিবর্তন- সবমিলিয়ে কিছুটা হলেও মানসিকভাবে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে মাঠের বাইরের এসব বিতর্ক পারফরম্যান্স দিয়ে ছাপা দিতে চলেছে টাইগাররা।

আফগানদের বড় ব্যবধানে হারিয়ে নেটরানরেটও বাড়িয়ে রেখেছে সাকিবের দল। প্রাথমিকভাবে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে নামা বাংলাদেশের জন্য আজকের জয়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছিল।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তামিম নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ! দারুণ শুরু। ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। দাবি করা হয়, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি।

%d bloggers like this: