4 October 2023 , 4:12:57 প্রিন্ট সংস্করণ
ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার। ছক্কা হাঁকিয়েছেন কে বেশি। দেখে নেওয়া যাক একনজরে-
শচীন টেন্ডুলকার (ভারত)
‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকার তালিকায় শীর্ষে রয়েছেন। ২৪ বছরের খেলোয়াড়ি জীবনে ওয়ানডে বিশ্বকাপে ৪৪ ইনিংসে ২,২৭৮ রান করেছেন তিনি। বিশ্বকাপে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫২ রানের
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার কিংবদন্তিতুল্য অধিনায়ক রিকি পন্টিং আছেন দ্বিতীয় স্থানে। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া তিনবার বিশ্বকাপ জিতেছে। পন্টিং ১,৭৪৩ রান করেছেন মাত্র ৪২ ইনিংসে। বিশ্বকাপে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৪০ রানের
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)
শ্রীলংকার উইকেটকিপার-ব্যাটার কুমার সাঙ্গাকারা তৃতীয় স্থানে রয়েছেন। বিশ্বকাপে ৩৫ ইনিংসে তার মোট রান ১,৫৩২। সর্বোচ্চ ১২৪
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)
ব্রায়ান লারা ১,২২৫ রান করেছেন বিশ্বকাপে। তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১১৬। তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
ক্রিকেট বিশ্বের ‘মি. ৩৬০’ এবি ডি ভিলিয়ার্স সর্বোচ্চ ১৬২ রানের ব্যক্তিগত ইনিংস খেলেছেন। সব মিলিয়ে তার রান ১,২০৭
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল বিশ্বকাপে মোট রান করেছেন ১,১৮৬। ২১৫ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস রয়েছে তার। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৪৯টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।