খেলাধুলা

দাম বাড়ল বিপিএলের টিকিটের বিক্রি শুরু

দাম বাড়ল বিপিএলের টিকিটের বিক্রি শুরু

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে সাত দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ৪৬ ম্যাচ। ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চারটি ম্যাচ ডেতে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের প্রথম আটটি ম্যাচ।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য ও কোথায় ও কীভাবে পাওয়া যাবে তা জানিয়েছে।

শেরেবাংলা স্টেডিয়ামে সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা। এই দামের টিকিটে খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে। সর্বোচ্চ ২৫০০ টাকা মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ১৫০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা।

কোন গ্যালারির টিকিটের কত দাম
পূর্ব ২০০
উত্তর ও দক্ষিণ ৪০০
ক্লাব হাউজ ৮০০
ভিআইপি স্ট্যান্ড ১৫০০
গ্র্যান্ড স্ট্যান্ড ২৫০০

বিসিবির ওয়েবসাইট ছাড়াও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট (একাডেমি মাঠের কাছে) সংলগ্ন কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সোহরাওয়ার্দী ইনডোর ও শেরেবাংলা স্টেডিয়ামের কাউন্টারে আজ থেকে পাওয়া যাবে টিকিট।

সকাল সাড়ে ৯ থেকে রাত ৮টা পর্যন্ত ওই দুই কাউন্টারে টিকিট পাওয়া যাবে। প্রাপ্তিসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনও পাওয়া যাবে টিকিট।অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে ১৭ জানুয়ারি থেকে।

অনলাইনে কাটা টিকিট ম্যাচের আগের দিন শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সংগ্রহ করতে হবে।