সারা দেশ

সালিশে নিজের পেটে নিজেই বসালেন চাকু ৩৬ ঘণ্টা পর মৃত্যু

গতকাল রোববার (১ অক্টোবর) ছোট ভাইয়ের সঙ্গে সালিশে বসে জনসম্মুখে নিজের পেটে নিজেই চাকু বসালেন বড় ভাই। ৩৬ ঘণ্টা পর হাসপাতালে মৃত্য হলো। ঘটনাটি ঘটেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া মৌভাষা বামনটারি এলাকায়।

ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম (৩৫)।এ বিষয় হামিদুলের মা বলছেন, হামিদুল প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন এবং বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন। তিন মাসের দোকান ভাড়া ১২ হাজার টাকা হামিদুলের হাতে তুলে দেন।

হামিদুল ১২ হাজার টাকা না নিয়ে ৮০ হাজার টাকা পান বলে দাবি করে। রুবেলকে টাকার জন্য চাপ দিতে থাকেন। পরে রুবেল হামিদুলকে ৮০ হাজার টাকা দিতে অপরগতা স্বীকার করলে হামিদুলের কমরে থাকা চাকু হাতে নিয়ে রুবেল কাছে তেরে গেলে এসময় সালিশে থাকা লোকজন হামিদুলকে বাঁধা দেয়।

হামিদুলের হাতে থাকা চাকুটি বের করে নেয়ার চেষ্টা করলে হামিদুল তার হাতে থাকা চাকু দিয়ে নিজের পেটে নিজেই বসিয়ে দেন। পরে ঘটনাস্থলে থাকা লোকজন হামিদুলকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে আজ সোমবার (২ অক্টোবর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে হামিদুলের বাবা আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে গংগাচড়া থানায় মামলা করেছেন। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, এ বিষয়ে ছোট ভাইকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।