বিনোদন

ম্যাচ সেরা মেহজাবীন ২ বলে ২ উইকেট নিয়ে

মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘চরকি-সেলিব্রিটি ক্রিকেট লিগ’-এর প্রথম দিনের খেলা শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। দিনের দ্বিতীয় দল হিসেবে বেলা দুইটায় রায়হান রাফীর দলের বিপরীতে মাঠে নামে মেহজাবীনদের দল।প্রথম দিনে মাঠে নেমেই পরপর ২ বলে ২ উইকেট পেয়ে খুশি মেহজাবীন। বাসায় ফিরে তিনি বলেন, ‘আমাদের দল প্রথমে ব্যাট করে। আমি তো ব্যাট করার সুযোগ পাইনি।

ভেবেছিলাম, বল করে যেন পুষিয়ে নিতে পারি। যেটি মাথায় রেখে খেলেছি, সেটাই হয়েছে। নিজের কাছে খুব ভালো লাগছে।মেহজাবীন আরও বলেন, ‘প্রথম খেলায় আমরা জিততে পেরেছি। টিম স্পিডটা ভালোই আছে। সামনে আরও প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। নিজেদের আরও উন্নতি করতে হবে।মেহজাবীন মনে করেন, এই খেলা নিয়ে এত কিছু সিরিয়াস হওয়ারও কিছু নেই।

তিনি বলেন, ‘যদিও পুরোপুরি লিগের মতো করেই খেলাটি হচ্ছে। তারপরও এই খেলা থেকে আমরা একধরনের বিনোদন পাচ্ছি। তা ছাড়া সামনে বিশ্বকাপ ক্রিকেট খেলা।বাংলাদেশ দলকে উৎসাহিত করতে পারে এই “চরকি-সেলিব্রিটি ক্রিকেট লিগ”। আমরা সবাই বাংলাদেশের টিমকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে চাই।

এই লিগের ফাইনাল হবে ৩০ সেপ্টেম্বর। চূড়ান্ত পর্বে নিজেদের দেখার প্রত্যাশা নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘খেলতে যেহেতু নেমেছি, চূড়ান্ত পর্বে ওঠার লক্ষ্যে, প্রত্যাশা নিয়েই খেলছি। মাত্র একটা খেলা হলো আমাদের দলের। সামনে আরও ভালো ভালো দলের সঙ্গে আমাদের খেলা পড়বে। সব বাধা পেরিয়ে আমরা নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট।

মাঠে খেলতে নামার আগে টিমের সঙ্গে প্রায় তিন-চার দিন ধরে অনুশীলন করেছেন মেহজাবীন। বলেন, ‘আমরা যারা সেলিব্রিটি ক্রিকেট খেলছি, কেউই ওইভাবে ক্রিকেটের সঙ্গে জড়িত নই। অন্য মাধ্যমের শিল্পী-কলাকুশলী। এই খেলা খেলতে একটা অনুশীলনের ব্যাপার আছে। আমি দলের সঙ্গে বেশ কয়েক দিন অনুশীলন করেছি।

তারপরও হুট করে অনুশীলন করতে এসে, অনেকেই অসুস্থ হয়েছেন। আমরা তো অভ্যস্ত নই। অনুশীলন করতে গিয়ে পুরো শরীর ব্যথা হয়ে যায়।মেহজাবীন জানালেন, আগামীকাল সকালে আহমেদ ও দীপংকর দীপনের দলের বিরুদ্ধে তাদের দল মাঠে নামবে।‘চরকি-সেলিব্রেটি ক্রিকেট লিগ’-এ মোট আটটি দল খেলছে। দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহিন, চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, দীপংকর দীপন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

আরও খবর

Sponsered content