10 February 2025 , 5:57:36 প্রিন্ট সংস্করণ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমের সিনের একটি দল। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে একটা হাড়, একটা জামা ও দুইটা জুতা পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়। সকালে তারা এসে আলামত সংগ্রহ করে সেগুলো নিয়ে চলে গেছেন।
এর আগে ছাত্র জনতার আন্দোলনের দাবিতে রোববার আয়নাঘর সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পাশে নির্মাণাধীন ভবনের নিচের পানি তোলার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।