মাহমুদ শরীফ / স্বেচ্ছাসেবী সংস্থা কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ, শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি শনিবার কুমারখালী উপজেলার খয়েরচারা – আমতলা হাজী কিয়ামত আলী বিশ্বাস গেদিরন নেছা বালিকা এতিমখানায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ লেঃ কর্নেল (অবঃ) মোঃ মোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও গুণীব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান হয়।
প্রভাষক এনামুল হক বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুমারখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শরীফ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব শহিদুল ইসলাম, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডেপুটি ম্যানেজার মাহমুদুর রহমান, ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, শিক্ষক খাইরুল ইসলাম ও মোহাম্মদ বজলুর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মহাসচিব আব্দুর রহমান।
অনুষ্ঠানের মাঝে মাঝে শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক পুরস্কার প্রদান।
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলার ৩৮টি শিক্ষালয়ের ২২৮জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, দুস্থদের ১০টি সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের ৩টি হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।