জাতীয়

ঈদের দিন একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলের সখীপুরে একই মায়ের গর্ভে ৬ সন্তানের জন্ম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামে।

বুধবার (১১ এপ্রিল) সখীপুরে এমন ঘটনা এটিই প্রথম। প্রবাসী ফরহাদ মিয়ার মামা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া জানান জানান, আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৬) প্রায় ৫মাস যাবৎ অন্তঃসত্ত্বা।

ঈদের দিন হঠাৎ আনুমানিক সকাল ১০টার দিকে প্রচন্ড পেটে ব্যাথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি।

সুমনার অবস্থা অবনতি হলে তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে সুমনার পেটে ৬ বাচ্চার বিষয়টি নিশ্চিত হন। পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়। তবে ওই প্রবাসীর স্ত্রীর গর্ভে ৬সন্তান কেউই বেঁচে নেই। প্রবাসীর স্ত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন।

এ বিষয়ে বহুরিয়া ইউনিয়নের সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দম্পতি আগে কোন সন্তানাদি নেই।এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।