এক্সক্লুসিভ

কুমারখালীতে কবিতা উৎসব অনুষ্ঠিত

কবিদের সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি, সম্মানিত করা এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কবিতা উৎসব ২০২৪। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমারখালী পৌর শিশুপার্কে এ উৎসবের আয়োজন করে  স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম।  সাংস্কৃতিক জনপদ কুমারখালী ও খোকসা উপজেলার প্রায় একশ‘ জন কবি ও সাহিত্যিক এ উৎসবে যোগদান করেন।প্রথম পর্বে জাতীয় সংগীত পরিবেশন শেষে উৎসবের উদ্বোধন করেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুর রহমান। খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান কবি ওয়াজেদ বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলামের চপলের তত্বাবধায়নে কবি ও সাংবাদিক মাহমুদ শরীফের পরিচালনায় উৎসবে  বিশেষ অতিথি হিসেরব উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান মধু,  স্থপতি রবিউল হক, কবি ও সাহিত্যক রাকিবুল হাসান, সোহেল আমিন বাবু ও লিটন আব্বাস, কবি ও আইনজীবী পি এম সিরাজ প্রামাণিক।

স্বরটিত কবিতা আবৃত্তি করেন কবি জিয়াউর রহমান, আব্দুল হান্নান, মামুন ওয়াদুদ, পরিমল কুমার ঘোষ, নহিদুজ্জামান নাহিদ,আব্দুল খালেক, কবির খান, আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রহমান আজিজ, ফয়সাল আহমেদ ডালিম, মোহাম্মদ মুজিব আলম, হাফেজ সিফাতুল্লাহ, মান্নান মনি, সাইফুর রহমান, বিজয় গোবিন্দ কর, ইমাম মেহেদী, মাসুদ রানা, ফজলুল হক, বাবুল পিয়ার, হুমায়ুন কবীর খান, মিজানুর রহমান নয়ন, মায়শা মোহ, রফিকুল্লাহ কালবী, শেখ মকসেদ আলী, শেখ মোহাম্মদ শাজাহান সিরাজ, তুষার আহদে রেজা, শেখ মিলন, জিয়াউর রহমান মানিক, রহমান মজিদ, মাহবুবা খন্দকার, রমেছা খাতুন, খুরশীদা আফরোজ, মুহাম্মদ কামরুজ্জামান, আকবার হোসেন আরজু,খলিলুর রহমান,  মেহেদী হাসান, জয় সিংহ রায়, মনিম তুহিন, আনায়ার কবীর বকুল, ইমান উদ্দিন আহমেদ, খন্দকার জাহাঙ্গীর হুসাইন, সোহাগ হোসেন, এস এম আফজাল হোসেন, জয়নাল আবেদীন, জিল্লুর রহমান লালন, সাইদুল ইসলাম সাইদ, মিজানুর রহমান মিজান, এম হাসিম আলী, গুলসান চৌধুরী, মিজানুর রহমান প্রমূখ।

আয়োজক ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলাম চপল বলেন, কবিদের সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি, সম্মানিত করা এবং লেখালেখিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে সাংস্কৃতিক জনপদে কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে।  কুমারখালী ও খোকসা উপজেলা থেকে আগত   কবিদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী বছর ২দিনব্যাপী বৃহৎ পরিসরে কবিতা উৎসব ও রেখক সম্মেলন করা হবে ইনশাল্লাহ।
উৎসবে বক্তারা বলেন, কবিদের পেটে ক্ষুধা থাকলেও মুখে থাকে সুধা। সুন্দর সমাজ ও জাতি গঠনে কবিদের ভূমিকা রয়েছে। নতুন প্রজন্ম যেন পথভ্রষ্ট না হয়, সেজন্য বেশি বেশি এমন আয়োজন করতে হবে।

উৎসবে কুমারখালীর কবি এম হাসিম আলীর রচিত ” বর্ণমালায় কাব্যগ্রন্থ ” গ্রন্থ‘র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আমিরুল আরাফাসহ অতিথিবৃন্দ।