21 July 2025 , 9:16:26 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাহিত্যিক ও প্রখ্যাত বাউল সাধক কাঙাল হরিনাথ মজুমদারের ১৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুলাই) বিকেলে কুমারখালীর সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।
আরজু আহমেদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাহমুদ শরীফ, সহ-সভাপতি জাকের আলী শুভ এবং কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর গীতা রানী মজুমদার, শিক্ষক রবিউল আলম বাবু, সন্তোষ কুমার মোদক প্রমূখ।









