বাংলাদেশের এক পরিচিত মুখ, ছন্দের যাদুকর খ্যাত বিশিষ্ট ইসলামী আলোচক, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা এ কে এম এনামুল হক শাফী ইন্তেকাল করেছেন।
ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার দুনিয়ার সফর শেষ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কয়েক দিন লাইফ সাপোর্টে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার সকাল দশটায় তার নিজ গ্রাম পাটিকা বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি ওয়াজ নসিহতের মাধ্যমে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অপসংস্কৃতি, নারী নির্যাতন, যৌতুক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখায় অনেকেই তাকে বাতিলের আতংক মনে করতেন।
ইসলামী জ্ঞান গরিমায় ইসলামী ভাবাপন্ন এ ব্যক্তি দেশের বিভিন্ন স্থানে যুক্তিপূর্ণ ওয়াজ নসিহত করে দেশের ব্যাপক সুনাম বয়ে আনেন। তার কারণে শুধু পাটিকাবাড়ী নয়, কুষ্টিয়া তথা দেশের মাটি ও মানুষ গর্বিত। ছাত্র জীবন থেকে যার ছিল ইসলামের প্রতি অসামান্য সাধনা। বাস্তব জীবনে বুদ্ধিমত্তার সাথে কর্মকান্ডের বহিঃপ্রকাশ ঘটিয়ে মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন।
ছাত্র জীবনে সর্বোচ্চ ডিগ্রী অর্জনের পর তিনি কর্ম জীবনেও সফল। তিনি ইবি থানার খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে শিক্ষা-বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেন।
মানুষকে হেদায়াতের জন্য খেজুরতলা মসজিদের খতিব হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন। জনপ্রিয় এ ব্যক্তিটি হালসা কেন্দ্রিয় ঈদগাহে ঈদের জামাতের ইমামতি করে আসছিলেন বহুকাল। তিনি সকলের কাছে শ্রদ্ধাভাজন ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। বর্ণাঢ্য জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন।
Like this:
Like Loading...