রাজনীতি

কম্বোডিয়া আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির হামলা

বিজয় দিবসের অনুষ্ঠান বানচাল করতে কম্বোডিয়া আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়েছে বিএনপি। গেল ১৫ই ডিসেম্বর নমপেনে অবস্থিত কার্যালয়ে অতর্কিত হামলা চালায় বিএনপির দুর্বৃত্তরা। কম্বোডিয়া স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানায়, স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবস ও দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ১৫ ডিসেম্বর এক আলোচনা সভার আয়োজন করেছিল কম্বোডিয়া শাখা আওয়ামী লীগ।

নেয়া হয়েছিল সার্বিক প্রস্তুতি, কিন্তু বাঁধ সাধে বিএনপির ষড়যন্ত্র।দেশে যেমন নির্বাচন বানচালে পায়তারা চালাচ্ছে, বিদেশেও থেমে নেই বিএনপির ষড়যন্ত্র। তারই ধারাবাহিকতায় গত ১৪ই ডিসেম্বর দিবাগত ১২টার দিকে কম্বোডিয়া বিএনপির আহ্বায়ক হোসেন মোহাম্মদ রাসেলের নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়।

হামলায় নেতৃত্ব দেওয়া অন্যান্যদের মধ্যে ছিলেন- যুগ্ম-আহ্বায়ক কামাল ( কুত্তা কামাল), মশলা রাকিব, গোলামুর রহমান বাবু, সদস্য সচিব রেজা। তাদের হামলা থেকে রেহাই পায়নি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।সিসিটিভি ফুটেজের মধ্যমে দেখা যায়- দলবেঁধে আওয়ামী লীগের অফিসে হামলা করছে বিএনপির নেতা-কর্মীরা।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশের সহায়তা চেয়েছে আওয়ামী লীগ।কম্বোডিয়া আওয়ামী লীগের নেতা ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন অপু বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে হামলার মাধ্যমে বিদেশে ভাবমূর্তি নষ্ট করেছে বিএনপি’র সন্ত্রাসীরা।

তিনি বলেন, বিএনপির এসব নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ও নাশকতার বিভিন্ন মামলা থাকায় কম্বোডিয়াতে অবস্থান করছে। একই সাথে তারা মানব পাচার চক্রের সাথে জড়িত তারা।কম্বোডিয়া প্রবাসীরা অন্যায় অনিয়মের সাথে জড়িত বিএনপি’র এসব নেতাদের বিচারের দাবি জানান।

%d bloggers like this: