জাতীয়

এবার বন্যা পরিস্থিতি মোকাবিলায় যে আহ্বান আজহারীর

ভারত থেকে আসা পানি ও বৃষ্টির কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা ও দুর্যোগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি উত্তরনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আলোচিত তরুণ আলেম মিজানুর রহমান আজহারী।

 

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। তার পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

 

‘উপকূলীয় এলাকায় একটানা ভারী বৃষ্টিপাত এবং ভা*রতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দেশের বেশ কিছু অঞ্চল।

 

বন্যাকবলিত এসব এলাকায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান রইলো। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন। মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন।

 

আসুন, বরাবরের মতো আমরা সবাই মিলে বানভাসি মানুষের পাশে দাঁড়াই। সম্প্রীতির এই বাংলাদেশে বিপদে-আপদে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা যে আমরা দেখিনা; তা আরো একবার জানান দেওয়ার সময় এটা।’

আরও খবর

Sponsered content