Uncategorized

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করেছে একদল বিক্ষুব্ধ মানুষ। তারা ‘ভাঙা’ বাড়িতেই লাঠি সোটা নিয়ে হামলা করেছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, প্রায় পাঁচ-সাতশো লোক সেখানে অবস্থান করছেন।

এদিকে, সেখানে বিক্ষুব্ধদের মিছিল করার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

“সেখানে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্য রয়েছে। আরও পুলিশ মোতায়েন করা হচ্ছে,” বলেন তিনি।

তবে হামলা বা ভাঙচুর করা হচ্ছে কি না জানতে চাইলে উত্তর দেননি মি. হোসেন।

এর আগে বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভি ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণাও চালানো হয় বিভিন্ন আইডি থেকে।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে একদল মানুষকে ধানমণ্ডির ঐ বাড়িতে ভাঙচুর চালাতে দেখা যায়।

তবে, সেখানে বুলডোজার নেই বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর পুলিশের কর্মকর্তা।

‘বঙ্গবন্ধু জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হয়ে আসা বাড়িটি পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই জনরোষের শিকার হয়।

সেদিনই সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।