বিনোদন

সালমান খানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি

বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গত ১৪ই এপ্রিল এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে জানা যায় এ কাজ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। ভাইজানকে হত্যা করাই তার লক্ষ্য। সালমান খানকে হত্যার চেষ্টা দীর্ঘদিন ধরে করে চলেছে সন্ত্রাসী দলটি। জানা গেল সালমানকে হত্যা করতে ২৫ লাখ রুপি চুক্তি করেছিলেন এ গ্যাংস্টার।

এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য পায় ভারতীয় পুলিশ। গ্রেফতার করে গুলি ছোড়া ওই দুজনকে। পরে এ ঘটনার সঙ্গে জড়িত আরো দুই জন ধরা পড়ে। গ্রেফতারের কিছুদিন পর এক আসামী আত্মহত্যা করেন। এবার গ্রেফতারকৃতদের তালিকায় যোগ হলো আরো একজন।এমন পরিস্থিতিতে হাল ছাড়েনি মুম্বাই পুলিশ। চালিয়ে গেছেন তদন্ত।

ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ এ ঘটনার নতুন চার্জশিট পেশ করেছেন। যেখানে সালমানকে হত্যার প্ল্যানে পাঁচজন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে।অভিযুক্ত পাঁচজনই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন সালমান হত্যার মাস্টারপ্ল্যান। অভিযুক্তরা জানায়, সালমানকে মারার জন্য বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তাদের ২৫ লাখ টাকার চুক্তি হয়েছে।

এ চুক্তি অনুযায়ী, হত্যার পরিকল্পনা চলেছে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত।অভিযুক্তরা আরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান থেকে এ গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে। একে ৪৭, একে ৯২, এম ১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তলও আনার পরিকল্পনা রয়েছে তাদের।

কারণ জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯শে মে পঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করেন তারা। চার্জশিটে আরো উল্লেখ করা হয়েছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। বিষ্ণোই গ্যাংয়ের ৬০ থেকে ৭০ জন সর্বক্ষণ নজরে রাখেন সালমানকে। অভিনেতা কখন কোথায় যায় তার সব তথ্যই আছে তাদের কাছে।

তদন্তে আরো বেরিয়ে এসেছে যে, সালমানকে হত্যার জন্য নিয়োগ করা সবাই ১৮ বছরের নিচের কিশোর। তারা তাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছে। আর তারা অপেক্ষায় আছেন সালমানকে মারার জন্য গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণোইয়ের হত্যার হুকুমের।

আরও খবর

Sponsered content